বাংলাদেশে শ্বাসকষ্ট, কাশি বা জ্বর নিয়ে হাসপাতালে গেলে এখন সরকারি ও বেসরকারি কোন হাসপাতালই রোগী ভর্তি করতে চাইছে না বলে অভিযোগ উঠেছে।

কোন রোগীর যদি করোনাভাইরাসে সংক্রমিত হবার উপসর্গ থাকে, তাহলে কোভিড-১৯ পরীক্ষা করাতে এবং তাদের জন্য নির্ধারিত হাসপাতালে চিকিৎসা নেবার পরামর্শ দেয়া হয়।

কোভিড-১৯ এর উপসর্গ না থাকলে, বলা হয় রোগী যে করোনাইরাসে আক্রান্ত নন, এমন সার্টিফিকেট বা টেস্ট করিয়ে নিয়ে আসতে।

কিন্তু করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করানোর জন্য এবং পরীক্ষার ফল পেতেও অনেক সময় দিনের পর দিন সময় লাগে।

অন্যদিকে, কোভিড-১৯ এর জন্য নির্ধারিত হাসপাতালগুলোতেও আবার নমুনা পরীক্ষার ফল ছাড়া চিকিৎসা না দেয়ার অভিযোগ রয়েছে।

এরকম নানামুখী ব্যবস্থার কারণে ঠিক সময়ে হাসপাতালে ভর্তি হতে না পেরে সম্প্রতি কয়েকজন মানুষের মৃত্যুর খবর সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোচিত হয়েছে।

Menu